দীর্ঘ পাঁচ বছর আগের কথা। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মাঠে। ৭ ও ৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমরা ফেনী থেকে ১৫ বন্ধু অংশগ্রহণ করি। ৬ ফেব্রুয়ারি রাতে স্টারলাইন বাসে সবাই একসঙ্গে রওনা হই। বাসে সবাই গল্প, গানসহ বিভিন্ন স্মৃতির কথা বলতে বলতে পরদিন সকালে টঙ্গীর চেরাগ আলী গিয়ে পৌঁছাই।
৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় স্কাউট মাঠে রেজিস্ট্রেশনের পর ফেনী বন্ধুসভার জন্য সংরক্ষিত নির্দিষ্ট তাঁবুতে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিই। সকাল ১০টায় লাইনে দাঁড়িয়ে নাশতা সংগ্রহ করি। এরপর সারা দেশের বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পরিচিতি, আড্ডা ও ছবি তোলার মুহূর্তগুলো ছিল দারুণ।
মাঠের মাঝখানে বিশাল প্যান্ডেল করা হয়। সেখানে চলতে থাকে আলোচনা, অনুভূতি জানানো, বন্ধুদের গান ও নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। মাঠের এক পাশ সাজানো হয় বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের আঁকা দেয়ালিকা দিয়ে।
নামাজের পর দুপুরের খাবারের বিরতি, বিকেলে মঞ্চে আসেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও কনা। সংগীতের এক পর্যায়ে এই দুই শিল্পী সমাবেশে আসা বন্ধুদের সঙ্গে সেলফি তোলেন।
সেখানে কাটানো দুই দিন ছিল জীবনের অন্যতম স্মরণীয় সময়। নতুন উদ্যমে আবার অনুষ্ঠিত হোক জাতীয় বন্ধু সমাবেশ।
কার্যনির্বাহী সদস্য, ফেনী বন্ধুসভা