রঙিন করা দিন

থোকা থোকা পাকা ধানে ব্যাকুল করা ছন্দ-গানেসৌরভ দাশ

দিগ্বিদিকে যাচ্ছি ছুটে ইচ্ছে যেথা হয়,
ঋতুর সাজে রূপের মাঝে স্বপ্ন বাঁধা জয়।
থোকা থোকা পাকা ধানে
ব্যাকুল করা ছন্দ-গানে
পথ হতে পথ নতুন পথে ছুটতে নাহি ভয়—
রং বিলাসে হেসে হেসে ঘুরছি চিরময়।

দিগন্তের ওই দ্বীপান্তরে ফুলসুবাসে ঠাঁই,
মাঠ হতে মাঠ নদীর ঘাটে সবার তীরে যাই।
আঁকাবাঁকা নদীর বাঁকে
ফুল-পাখিদের ঝাঁকে ঝাঁকে
স্বপ্ন আঁকা স্বর্গ খুঁজি সকল ঋতুর গায়—
স্তব্ধ বিকেল স্তব্ধ নাকো, নতুন ছোঁয়া পাই।

ঘাসে ঘাসে শিশির ঝরে হেমন্তের এই দিন,
ধূসর করা প্রভাতখানি মিটাল সব ঋণ।
ইচ্ছে করে লুকিয়ে থাকি
সবার সঙ্গে স্বপ্ন আঁকি
পরশ ছোঁয়া ঋতুর মাঝে বাজছে খুশির বিন,
হারিয়ে থাকার ইচ্ছে জাগে সকল ঋতুর দিন।