ফলাফল

তাপপ্রবাহপ্রতীকী ছবি

এই উষ্ণতা অহেতুক না
এখানেও আমরা ছিলাম,
এখানেও ছিল কিছু কর্ম
এ যে নিধনের চিরন্তন ফল।
এ তীব্রতা তো আমাদেরই
আমাদেরই কর্মের অর্জন,
এই দাবদাহের নিহিত সত্য
আমরাই পুড়িয়েছি ঐতিহ্য।