এক পশলা বৃষ্টি

সকালের এক পশলা বৃষ্টির পানি জমেছে সবুজ পাতায়। বাস্তুহারা, খুলনাছবি: সাদ্দাম হোসেন

শেষ বিকেলের প্রহরে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিকে অনুভব করেছ কি?
অথবা উদাসী প্রেমিকের কাগজ হাতে দু-চার লাইন বর্ষাকে কাব্যিক রূপ দেওয়ার অনন্ত চেষ্টা।

প্রখর সূর্যকিরণের উত্তাপে যখন চারদিকে ক্লান্তির ছাপ সুস্পষ্ট, তখন এক পশলা বৃষ্টি যেন না চাইতে আশীর্বাদের মতন।

মেঘ ও সূর্যের লুকোচুরি খেলায় যখন মত্ত থাকে মন, মেঘের গর্জন যেন জাগায় এক অদ্ভুত শিহরণ। প্রকৃতি যেন বহুকাল পরে হয়ে পড়ে বড্ড শান্ত ও মনোরম।

এই বর্ষা এলে পরেই সবাই যেন নিত্যদিনের কাজ ভুলে যেতে চায়, চায় ব্যস্ততা থেকে একটুখানি মুক্তি। মেঘবালিকার মন চায় শ্রাবণের বারিধারায় একটুখানি স্নান করে নিতে।

কদম, কেয়া, হাসনাহেনার মনমাতানো সৌরভে মুখর প্রকৃতিতে যেন বহুকাল পরে ছড়াল এক ভুবনমোহিনী স্নিগ্ধতা।