অণুকাব্য

অণুকাব্য

১.
স্বরবর্ণে পাইনি বলেই ব্যঞ্জনবর্ণে তোমায় খুঁজি,
হৃদয়াবদ্ধ হয়নি তবু আমার বলতে তোমায় বুঝি!
২.
আমার হয়েছে যেদিন মরণ পোস্টমর্টেম করোনি কেন সবে,
আমি যে ভুতুড়ে আত্মায় আজও ঘুরে চলেছি সেই কবে!

৩.
সময়টা ভীষণ সাদা-কালো তবু কত রঙিন স্বপ্ন বুনি
রংমহলে রঙের সাথে হয়েছি আমি এক রক্তাক্ত খুনি!
৪.
জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষগুলো যত,
সুখসাগরে ভাসুক যতই সুখে রয় না তত!

৫.
তুমি কত বদলে গেছ আমিও নেই আর আগের মতো;
দূরত্ব রেখে ভালোই তো আছি তুমিও থেকো সুখে তত!
৬.
কেউ হারে কেউ জিতে এই তো ভবের খেলা;
হার জিতের মাঝে চলে জীবন নায়ের ভেলা।

৭.
ভুলে ভুলে জীবন কারও নিঃসঙ্গতার রং ছুঁয়ে
ভুলের ভিড়ে আটকে থাকে ভুলের কাঁটা ফুঁয়ে!
৮.
স্বচ্ছ-সুন্দর জীবনে কভু হয় না দুঃখের বাস,
দুঃখী সদা মনজমিনে বুনে সুখের চাষ!

৯.
মন কাঁদে প্রাণ কাঁদে বোঝানো হয় দায়,
কেউ বুঝে কি কার হৃদয়ে দুঃখ কুঁড়ে খায়?
১০.
দুঃখ যখন শ্রাবণমেঘে ভাসে
মনটা তখন ছল করেও হাসে!