প্রণয়ের সুর
কোথায় যেন তোমাকে হারিয়ে ফেলেছি,
আবার কি হবে দেখা নিয়তির চক্ররেখা?
জানি না, নাকি
মিছিমিছি স্বপ্নের জাল বুনে চলেছি?
সেই ভেজা মাটির গন্ধ, শেওলা ধরা দিঘির ঘাট,
আজও বালিকাদের পদচারণায় মুখর হয়।
পথের ছায়া দেখে একবারও কি আমায় মনে পড়ে না তোমার?
চোখের আড়াল হলে বুঝি সব লেনাদেনা শেষ হয়ে যায়?
মনের গভীরে তবু কে যেন ফিসফিসে কথা কয়,
হায়! সে কি তুমি?
নাকি ভুল ভাবছি আমি?
আজও ক্লান্ত দুপুরের উদাস হাওয়ায়
প্রণয়ের সুর বুকে বাজে,
সন্ধ্যার আঁধারে শরীর বেয়ে কে যেন আমায় খোঁজে!
স্মৃতির শহর ছেড়ে আমিও হয়তো একদিন হারিয়ে যাব,
অনুভূতিগুলো নিংড়ে সমুদ্র ঢেউয়ে ভাসিয়ে দেব।
সেদিন আমার মূল্যটুকু বুঝে নিয়ো,
তোমার ক্লান্ত–অবসাদে—
যদি বাজে এ প্রণয়ের সুর
মৃত্তিকার ঘ্রাণে ঘ্রাণে
খুঁজে নিয়ো,
আমার সকল আহ্লাদী প্রশ্নের উত্তর।