নীরব স্মরণ
আনমনে বিকেলবেলায়
তপ্ত রোদের আশায়,
তোলপাড় ভেতর বাহির
কেবল প্রতীক্ষায়।
এলোমেলো বাতাসগুলো
দোল খেলে যায় বাটে,
সময়গুলো ছন্দ হারায়
ওই সুদূরের তটে।
অপেক্ষাটা ভীষণ পোড়ায়
ভিজতে তোমার আলোয়,
ভাবনাগুলো জমাট বাঁধে
ঘন কেশের কালোয়।
কাঠগোলাপের সাদায় তুমি
শুধু মায়া বাড়াও,
দুচোখ ভরে দৃষ্টি মাখো
অলস সময় হারাও।