গর্বিত বর্ণমালা
বুলেট–বোমার ভয় না করে মাতৃভাষার টানে,
জেগেছিল সালাম, বরকত রক্ত দিল ময়দানে।
লাখো সালামের কণ্ঠে শুনি বাংলা আমার প্রাণ,
শহীদদের রক্তের স্মৃতি রবে আজীবন অম্লান।
বাংলা আমার মাতৃভাষা বাংলা জন্মভূমি,
ভাষাসৈনিকের অবদান ভুলিবে নাকো তুমি।
পৃথিবীর বুকে একটি ভাষার শুধুই জয়গান,
রক্ত দিয়ে নাম লিখেছি বাংলা তারই নাম।
ভাষার জন্য রক্ত দেয়নি এই পৃথিবীর কোনো জাতি—
রক্ত দিয়ে গড়া আমার বাংলাদেশের ভিটেমাটি।
বর্ণমালা যদি কেঁদে না পাও!!
রণাঙ্গনে হেসে কৃষ্ণচূড়ায় মুক্তি দাও...
আঞ্চলিক ভাষাতেই আধুনিকতা, সংকীর্ণতা নয়
মায়ের ভাষার মাঝেই পাবে আত্মপরিচয়।
একুশ মানে মাতৃভাষা, মায়ের ভাষায় ঘটা
বাংলা আমার মাতৃভাষা মায়ের কথায় রটা।
শিকড়ের আহ্বানে, মায়ের কাছে
মায়ের ভাষার কাছে, শূন্যতা ভুলে আমিত্বের টানে।