অজানা গন্তব্যের পথে

অলংকরণ: তুলি

শীতের পাখিরা জানে
তুষারপাত থেকে বাঁচতে হলে
যেতে হবে নাতিশীতোষ্ণ অঞ্চলে
শীত শেষে ফিরে আসতে হবে
চেনা পথে পুনরায় চিরচেনা দেশে।

আমার হয়নি জানা
তোমার ভালোবাসা না পেলে
কোন পথে যাব কোন দেশে
ফিরে আসার পথও রুদ্ধ করেছে সমাজ
আমি তাই হেঁটে চলি অজানা গন্তব্যের পথে।