মধু কবি

মাইকেল মধুসূদন দত্ত

ঘুমিয়ে থাকো মধুকবি, লতায় পাতায় বাংলাদেশে
জলের স্রোতে, রোদের কিরণ
ধানের শিষে কবির চারণ
খাগের কাঠি পদ্য লিখে, মায়ের আঁচল ভালোবেসে
ঘুমিয়ে থাকো মধুকবি, পাণ্ডুলিপি হৃদয়-হরফ
কঠিন জীবন, সহজ ভাষা
কঠিন ভাষা, বিষাদ তোরণ
শিশির ফোঁটা পালকভেজা, শূন্য এসব
জাগবে তুমি পড়ব যখন, বাঁচব আমি
তোমার সাথে, মরব যখন
জাগবে এ দেশ, জাগবে মাটি, জাগবে হরফ
সাজানো আর পরিপাটি
ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখো, তোমার চোখে বঙ্গভূমি
অমর হয়ে রইল স্মৃতি, অমর হয়ে কাব্যগাথা
মায়ের চোখে মহান কবি, মায়ের বুকে দহন ছবি
বৃষ্টি ফোঁটায় মাটির বুকে, অহরহ জাগে ব্যথা