অতঃপর নির্ভার

প্রতীকীফাইল ছবি

তুমি আমাকে ভুলে গেছ—
ব্যাপারটা ভাবতেই নিজেকে বেশ নির্ভার লাগে,
ভীষণ স্বস্তিতে ফিরে যাই ব্যক্তিগত বস্তিতে।
হাত–পা ছড়িয়ে বুক ভরে নিশ্বাস নিতে গিয়ে টের পাই
‘ভালোবাসা’ ব্যাপারটার প্রতি শ্রদ্ধাবোধ ফিরে এসেছে আবার
যেদিন তুমি আমায় ভালোবাসার কথা বললে
কী ভীষণ চমকে উঠেছিলাম!
আমাকেও ভালোবাসা যায়!
অন্ত্যজ শ্রেণির নামনুষ্যগোত্রীয় হলেও আমি যেহেতু বোধসম্পন্ন প্রাণী
এবং যেহেতু আমার সৃষ্টিতত্ত্ব ও অদৃষ্ট বিষয়ে স্রষ্টার সিদ্ধান্তের সম্যক জ্ঞান আছে
সুতরাং জন্মাবধি এ কথা নির্দ্বিধায় জেনেছিলাম যে—
মনুষ্যপ্রেম, বিশেষত নারীপ্রেম আমার অদৃষ্টতালিকাভুক্ত নয়।
তালিকায় একবার জন্ম, চৌদ্দবার মৃত্যু এবং সাতবার অর্ধমৃত্যুর পাশাপাশি তিন তিনটি খুন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং যৌথ নিঃসঙ্গতার এক শ বছরের কথাও লেখা আছে
এমনকি আমি যে পরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে নির্বাসিত হয়ে যাব পরবর্তী দুই শ বছর—লেখা আছে সে কথা–ও।
কিন্তু বিশ্বাস করো, তন্নতন্ন করে খুঁজেও তালিকার কোথাও নারীপ্রেমের ইঙ্গিতমাত্র পাইনি।
সুতরাং অদৃষ্টবিরোধী হয়ে আমার মতো অন্ত্যজকে ভালোবাসা মানেই
ভালোবাসা ব্যাপারটিকে অশ্রদ্ধার পাশাপাশি
সরাসরি স্রষ্টাদ্রোহী অবস্থান গ্রহণ।
অতঃপর নির্ভার লাগছে এই ভেবে যে, তুমি ফিরে গেছ স্রষ্টা নির্দেশিত পথে
আর আজন্ম বেপথু আমি অন্তত কারও পদস্খলনের দায়ে দায়ী নই।