ইচ্ছে গুচ্ছ

প্রিয় মানুষকে খুশি করার জন্য লাল গোলাপ অপ্রতিদ্বন্দ্বীছবি: পেক্সেলস

ইচ্ছে হয় হাতে নয়টি গোলাপ নিয়ে
প্রেয়সীর মুখ পানে চেয়ে দেখে
হাঁটু গেড়ে বসে বলি—কবির কবিতা হবে?
ইচ্ছে হয় তার হাত ধরে সহস্র বছর কবিতা লেখার
ইচ্ছে হয় তাকে নব নব নামে ডাকি
আঁখিতে আঁখি রেখে কবিতা শুনি।

যদি বলে সে হৃদয় বিষাদে নষ্ট তার
তবে জানিয়ে দেব
আমিই জিউস! আফ্রোদিতি আমার অধীন!
যদি বলে এই যুগের প্রেম-ছলনা
প্রেমিকেরা হয়ে যাচ্ছে কাপুরুষ, বিশ্বাসঘাতক
উত্তর দেব—কবিরা শুধুই ভালোবাসা শেখে

বর্ষা থেকে বর্ষা
পতিত বৃষ্টির শব্দ শোনার অপেক্ষায় ছিলাম না
এই তপ্ত রক্ত যৌবনে।
যদি দিতে চায় বাহানা
হাজার লক্ষ কোটি দিতে পারে

যদি বলে—কবির কবিতা হবে,
তবে ইচ্ছে হয়
নয়টি গোলাপ হাতে
নয়নে নয়ন রেখে
হাঁটু গেড়ে বসে বলি—আমার বউ হবে?