মুক্তি

অলংকরণ: মাসুক হেলাল

অবলীলাক্রমে হাসতে থাকা মানুষগুলোর দিকে কেউ যদি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখত, অন্তঃসলিলা নদীর মতো এদের ভেতর আঘাতের তুফান চলছে! নিজের দামি কষ্টটুকু চোখের জলের কাছেই মুক্তির স্বাদ পাচ্ছে। এই দলের কাছে একা ঘরে চোখের জলকে মুক্তি দেওয়া মানে নিজের মুক্তি পাওয়া। কিন্তু ভেতর ঠিকই জানে, চোখ শুকালেই কি আর জল শুকায়!