সফলতা যদি আসে

অলংকরণ: তুলি

বেকারত্বের ঘানি টেনে
চলছি তবু চলছি,
চাপা কষ্ট বুকে চেপেই
ভালো আছি বলছি।

কর্মের টানে চলছি ছুটে
এদিক থেকে ওদিক,
পাই না দিশা করব কী
কোনটাই–বা সঠিক।

বেকার বলেই অবহেলার
পাত্র ভাবে সবাই,
টাকাপয়সা না থাকলেও
খবর নেওয়ার নাই।

স্রষ্টা যদি মুখ তুলে চায়
সফলতা আসবেই,
দুঃখ ভুলে আপন মনেই
ভালো সবাই বাসবেই।