যতটুকু স্পর্শ করে

অলংকরণ: মাসুক হেলাল

এখানে নন্দিত মায়াজাল নেই,
ফুৎকারে ছিঁড়ে যায় সম্পর্কের কুণ্ডলী।
মনের বিরুদ্ধে মন রক্তের বিরুদ্ধে রক্ত,
গ্রহণলাগা চাঁদে যেন বিষণ্ন প্রহেলিকা!
ফুলের পাপড়ি জুড়ে হৃদয়পোড়া গন্ধ
ভাতের ক্ষুধা মেটে একবুক তাজা রক্তে।
হৃদয় অন্তঃপুরে আছে যে উপাসনালয়
মসজিদ, মন্দির, গির্জা কিংবা প্যাগোডা,
অযত্নে অবহেলায় জমেছে ধুলোর স্তর
প্রার্থনাতেও নেই অনন্ত মুক্তির আকুতি।
প্রতিশ্রুতির শব্দরা নির্বাক অপাঙ্‌ক্তেয়
দরজায় শুধু কড়া নাড়ে স্বার্থের পূজারি।