ভাঙনের শব্দ শুনি

ছবি: ফ্রিপিক

শান্তির বাড়িতে যেতে চেয়েছিলাম
শুরু করেছি পথচলা
যেতে যেতে শেষ হয় না পথ
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
শান্তির বাড়ি যেন এক মরীচিকা।
নীল আকাশে চেয়ে থেকে মন রাঙাই
অথচ মনের কোণে কালো মেঘের ঘনঘটা
বুকের ভেতর স্মৃতির পাহাড় ভাঙে
ভাঙনের শব্দ কেবল আমি শুনি
আর আমার নিঃসঙ্গতা।