বিষ নয় বিশটি অণুকাব্য

অলংকরণ: মাসুক হেলাল

১.
আমি শুধু রাত খুঁজি! তুমি খোঁজো ভোর
বিপরীতমুখী আমরা দুজনই স্বার্থপর
২.
যদি তোমাকে চাই কাব্যে
তুমি কি আমার কথা ভাববে?
৩.
আমার যত ভাবনা শুধু তোমায় ঘিরে
দেখতে চাইলে দেখো এই বুকটা চিরে!
৪.
তোমার অধর ধরে উঠতে গিয়ে ওষ্ঠে
ঠোঁট গেল মোর তোমার ঠোঁটে পিষ্টে

৫.
আমি তোমার অনুগত ঘুড়ি
চিরটাকাল তোমার হাতে নাটাই রেখেই উড়ি
৬.
হতাম যদি স্রোতস্বিনী নদীর মতো বহমান
তুমি আমার অতীত ছিলে ভুলেই যেতাম..!
৭.
মাঝে মাঝে তোমাকে মনে হয় দেবী
মাঝে মাঝে মনে হয় ভয়ংকর লোভী
৮.
ছেড়ে যেতে পারো বিনা শর্তে
শিখে গেছি তুমিহীন বাঁচতে!

৯.
মোমের মতো নরম বলেই ধিকি ধিকি জ্বলি!
জ্বলতে জ্বলতে নিঃস্ব হলাম, কেমন করে বলি!
১০.
দুঃখের পাউরুটিতে তুমি সুখের মাখন
তোমার জন্যে মন উচাটন সারাক্ষণ!
১১.
বুকের ভেতর ব্যথার পাহাড় বাড়ছে
আগ্নেয়গিরির মতো করেই জ্বলছে!!
১২.
আমার কাটছে দিন বেদনার বনবাসে
তোমার কাটুক দিন পলাশের উল্লাসে

১৩.
ফুল দিলাম ভালোবেসে, জড়িয়ে নিলাম বুকের পাশে
গ্রহণ করেও ছুড়ে ফেলে দিলে, মিথ্যে সুখের আয়েশে
১৪.
ছেড়ে যাওয়াই স্বভাব তোমার, তাই থাকোনি অন্তরে
কোনো দিন তুমি সুখ পাবে না, কোনো মহলের অন্দরে
১৫.
আমি প্রেম ভুলে গেছি অভাবে
তুমি দূরে সরে গেছ স্বভাবে
১৬.
যতই তোমাকে দিই গুরুত্ব
ততই বাড়িয়ে তোল দূরত্ব

১৭.
মুঠোফোনের কি-বোর্ড হব
তোমার ঠোঁটের কাছে রব
১৮.
বিষের পেয়ালা হাতে থাক তুমি দাঁড়িয়ে
মৃত্যুকে আলিঙ্গন করি আমি দুহাত বাড়িয়ে
১৯.
ফুল দিয়েছি যাকেই আমি,
সেই দিয়েছে কাঁটা
ব্যথাতুর এই কোমল প্রাণটা
বড়ই সাদামাটা
২০.
অদ্ভুত সব শবদেহেই চেনা অবয়ব
মনে হয় চৌদিকে চলছে শব–উৎসব

সভাপতি, কেরানীগঞ্জ বন্ধুসভা