নীল নক্ষত্র

গত ১ সেপ্টেম্বর ছিল বিশ্ব চিঠি দিবস। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে বন্ধুদের চিঠি লেখা প্রতিযোগিতা। সেখান থেকে নির্বাচিত চিঠিগুলো পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

বৃষ্টিস্নাত নীল অপরাজিতাছবি: হাসান মাহমুদ

প্রিয়তম নীল নক্ষত্র,

পত্রের সূচনায় ধার করে আনা একগুচ্ছ শেফালী ফুলের শুভেচ্ছা নিও। তুমি আমায় বলেছিলে বিষাদের রং নীল। আমি নীলের প্রেমে পড়েছিলাম সেবার।

কিছুকাল পরে তুমি নীলচে মেঘের ন্যায় আকাশের কোণে হারিয়ে গেলে কালো মেঘের ভেলায় চড়ে। প্রথম বিচ্ছেদ হলো নীলের সঙ্গে। অতঃপর বুঝলাম বিষাদের বিশেষ কোনো রং হয় না।

তোমার পছন্দের ফুল আমি জানতাম না। যখন জানতে পারলাম নীল অপরাজিতা তোমার প্রিয় ফুল, তত দিনে নীলের সঙ্গে আমি এক আকাশ অভিমান নিয়ে অন্ধকারে হারিয়ে গেলাম।

বিচ্ছেদে কিংবা দূরত্বে তুমি অদৃশ্যভাবে কেমন যেন ছড়িয়ে-ছিটিয়ে রয়ে গেছ আমার জগৎজুড়ে। তুমি চলে যাও যেথায় গেলে স্বস্তি পাবে, এক পৃথিবী আমি বিষাদে ডুবে গেছি...ফেরার পথ রুদ্ধ প্রায়। অবরুদ্ধ সব নিয়মকানুন।

ভালো থেকো অন্য কারও উপন্যাসের চরিত্র হয়ে। আমি না হয় থেকে গেলাম অভিমান নিয়ে।

ইতি
এই মেঘ এই বৃষ্টি

বন্ধু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা