ইচ্ছে আমার

অলংকরণ: মাসুক হেলাল

ইচ্ছে আমার থাকব গিয়ে
পাখির ছানার ঘরে,
দেখব তারা কেমনে থাকে
রোদ বৃষ্টি আর ঝড়ে।

কেমন করে ঘুরে বেড়ায়
গাছের শাখায় শাখায়,
কেমন করে উড়ে বেড়ায়
ভর করে দুই পাখায়।

কেমন করে জীবন কাটে
পোকামাকড় খেয়ে,
তবুও সে মিষ্টি সুরে
ওঠে রে গান গেয়ে।

কেমন করে মা পাখিটা
আগলে রাখে ছানা,
দেখব আমি কাছ থেকে সব
থাকবে না তো মানা।