ঝরে পড়া ফুল
কৃষ্ণচূড়ার মতো
আমিও যাই যদি ঝরে!
প্রচণ্ড ঝড়ের বেগে উড়ো চিঠির খামে
স্মৃতিগুলো উড়িয়ে দিয়ো নীরব অভিমানে।
খুব একাকী জীবনের সবটুকু হিসাব কষে
ঝরনার মতো করে যাই যদি নিস্তব্ধে হেসে হেসে।
ফেলে আসা জীবনের প্রথম লগনে এসেছিল
যে প্রেম চুপিসারে,
ভুলে যেয়ো তাকেও কোনো অভিযোগ না রেখে।
বুঝে নিয়ো, একদা ঝরা বকুলেরও স্বপ্ন ছিল
অসীম আনন্দে ফুটে সুবাস ছড়িয়ে দিত যার
ফুটন্ত যৌবনে;
লুটোপুটি খেলে ছিন্ন হয়ে পড়ে থাকে যে,
ছোট ছোট সব পাপড়িগুলো বিছিয়ে।
পথের বাঁকে মিলিয়ে যায় অবশেষে ষোড়শী প্রেম!
আমিও এসেছি সুবাস ছড়াতে তোমাদের এই নগরে
ভালোবাসার অনুভবে দুটো আঁখি মেলেছি
ফুলের সে পাপড়িতে।
হিসাবের খাতাটা অগোচরেই রেখেছি হৃদয়ে।
কী পেলাম? কিবা হারিয়ে গেল জীবনের ক্ষুদ্র পরিসরে
সে কথা না হোক আজ, সময় যে ফুরিয়েছে বেশ
তিক্ততা আর বিষাদে।
বুকের জমিনে ছড়িয়ে থাক অব্যক্ত কাব্যের মিশ্রণে।
শব্দদের আজ দিয়েছি ছুটি ভালো থাকার প্রশ্রয়ে!
শত অভিমান লুকিয়ে আমিও থাকব সেথায়
ঝরে পড়ে নীরবে।