জননী জন্মভূমি
স্মৃতির ভেতর ধ্যানের গভীরে স্বপ্নের মতো
জ্বলে ওঠে সত্তাখানি
হে আমার প্রিয় হারানো স্বদেশ, মাঠ-ঘাট-নদী জন্মভূমি
হে আমার দুকূল বিছানো প্রিয় মায়ের শাড়ির আঁচল, মাতৃভূমি
পায়ে পায়ে রক্তাক্ত ডিঙিয়ে এসেছি কাঁটাতার
বুকের ভেতর ক্ষতবিক্ষত
মায়ের সাথে নাড়ির টান ছেঁড়েনি আমার
পায়ে পায়ে দুঃসহ সময়ের বেদনাজুড়ে
রোগে-শোকে-পরিতাপে মা গিয়েছে ছেড়ে
দুখের রাত্রি গহিন অন্ধকার সাকার–নিরাকার
মূর্ত–বিমূর্ত সত্তাজুড়ে
লম্ফ জ্বেলে, ওগো মা
তোমাকে মনে পড়ে
ওগো মাতৃভূমি তোমাকে মনে পড়ে