বধূর হাসি

অলংকরণ: মাসুক হেলাল

বধূ সাজে মাঝে মাঝে
মুখটি লাজে ভরে,
দেখি তারে বারে বারে
হৃদয় দ্বারে ধরে।

দীঘল চুলে বেলি ফুলে
হেলেদুলে চলে,
রাঙা বেশে ভালোবেসে
মিষ্টি হেসে বলে।

রূপে ভরা অঙ্গ গড়া
অগ্নিঝরা মূর্তি,
কর্ম ছেড়ে আসি তেড়ে
যায় যে বেড়ে ফুর্তি।

মিঠা স্বরে হাতে ধরে
প্রণয় করে বলে,
চল দূরে আসি ঘুরে
ঐ ফুরফুরে জলে।

স্বপ্নঘেরা ছোট্ট ডেরা
বধূ সেরা সাধন,
তেড়েমেরে গেলে ছেড়ে
যাবে হেরে বাঁধন।