অজানা উদ্দেশ্যে

ছবি: ফ্রিপিক

চলেছি নিঃশব্দ পায়ে, অজানার দিকে—
সম্ভবত কোনো ধোঁয়াশার বন,
অথবা আলো-অন্ধকারের সীমান্তে,
ছুটে চলেছি দিন-রাত প্রতিক্ষণ।
পথ হারিয়ে ফেলা এখন অভ্যাস,
গোলকধাঁধায় জরিয়ে শরীর আজ ক্লান্ত,
তবু পারি না থেমে যেতে—
থেমে গেলে যেন পিছিয়ে পড়ব,
এই অদৃশ্য প্রতিযোগিতার পৃথিবীতে।
ছুটে চলি, উল্কার মতো,
অজানা কোনো টানে অবিরত—
যেখানে নেই কোনো গন্তব্য, নেই কোনো অর্থ,
তবু আছে এক অনিবার্য গমন,
নিজেকেই ছাড়িয়ে যাওয়ার এক নীরব প্রয়াস।