অণুকাব্য

অণুকাব্য

এক.
যে চোখে মন দেখা যায়,
তার জন্য মরণেও সুখ।

দুই.
একটা জীবন অনেকটুকু পথ,
পায়ে পায়ে—
তোমার সঙ্গে হাঁটার শপথ।

তিন.
মাঝে মাঝে এমনও তো হয়
যার জন্য বুক ভাসে,
সে আদতে আপন কেউ নয়।

চার.
সমস্ত ইচ্ছেই তো থাকে,
কিছু ইচ্ছে ছিঁড়ে যায়,
কিছু ফিকে হয়!
কিছু থাকে অপেক্ষার,
আর কিছু ভালোবাসার।

পাঁচ.
নিখোঁজ হওয়ার অধিকার যার নেই
সে কেবল স্বামী হতে পারে।
প্রেমিক কোনো দিন নয়!

ছয়.
বুকের পরে চুপিসারে কে করে যায় চুরি,
দ্বিপ্রহর নূপুরধ্বনি বাজে রিনিঝিনি
কে পরে কাচের চুড়ি, ধুলায় লুটায় কেশ
কে ভাবায় দিবানিশি, একাই ছিলাম বেশ।

সাত.
বসে বসে গুনে যাই নামের নামতা,
বেলা শেষে সে আমার অনিন্দিতা।