তুমি জানলে না, তুমি বুঝলে না

কচু পাতায় জমে আছে এক ফোঁটা বৃষ্টির পানিছবি: আলীমুজ্জামান

বৃষ্টি বলতে আকাশ থেকে জল ঝরে তা বুঝলে
আকাশটা যে কান্না করে, সে খবর কি জানলে?
মেঘ জমল আকাশজুড়ে, সে খবর তো জানলে
অভিমানের কড়াল গ্রাসেই, মেঘ জমেছে বুঝলে!
কান্না দেখে মুছে দিলে চোখের কোণের জল
জানলে না তো তোমার জন্যই চক্ষু ছলছল!
ডাকল পাখি একটা ডালে একলা একা সুরে
বুঝলে না তো আমি তখন তোমার থেকে দূরে!
প্রজাপতির ডানায় যখন দেখলে আঁকা সুখ
জানলে না তো রঙিন ডানায় মিষ্টি তোমার মুখ!
আমার পদ্যজুড়ে তুমি থাকো, গদ্যে তোমার স্তুতি
বুঝলে না তো হৃদয়জুড়ে শুধুই তোমার স্মৃতি!