বন্ধুসভা আমাকে যা শিখিয়েছে

বৃক্ষ দিয়ে বন্ধুসভার মানব লোগো

গ্রিক দার্শনিক এরিস্টটলের সুন্দর একটা কথা আছে। সেটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব। কারণ, বন্ধু মানেই কাছে থাকার সঙ্গী। বিপদে হাত বাড়ালেই যাদের ছোঁয়া পাওয়া যায়, সেই প্রকৃত বন্ধু। বন্ধুত্ব পবিত্রতম বন্ধন। বিশ্বাস ও নির্ভরতার প্রতীক।

হাঁটতে, চলতে, ফিরতে ও মন খুলে কথা বলতে আমাদের জীবনে কিছু মানুষের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। বন্ধুত্বের কোনো বয়স নেই। আলাদা কোনো ধর্ম-বর্ণ, জাত ভেদাভেদ কিংবা আকার নেই। বন্ধুত্ব গড়ে ওঠে একে অপরের সহমতে বা ভালো লাগা থেকে। কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্ব গড়ে ওঠে সংগঠনের মাধ্যমেও। আমার ক্ষেত্রেও বন্ধুত্ব গড়ে উঠেছে বন্ধুসভার মাধ্যমে। এই সংগঠন আমাকে অনেক কিছু শিখিয়েছে। দেশের নানা প্রান্তে বন্ধু খুঁজে পেয়েছি। সংগঠনটির সদস্যদের ভালো ব্যবহার ও আন্তরিকতা প্রবলভাবে আকৃষ্ট করে।

দীর্ঘদিন ধরেই প্রথম আলোর নিয়মিত পাঠক। একদিন জানতে পারি, বন্ধুসভা নামে প্রথম আলোর একটি সহযোগী সংগঠন রয়েছে। ধীরে ধীরে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে পরিচিত হতে শুরু করলাম। তাঁদের সঙ্গে যতই কথা বলি, ততই মুগ্ধ হই। বন্ধুদের সৌজন্যবোধ আমাকে শিখিয়েছে কীভাবে আন্তরিকতার সঙ্গে কথা বলে মানুষের মনে জায়গা করে নিতে হয়।

বন্ধুসভার বন্ধু হয়ে ওঠার পর জানতে পারি, সংগঠনটির মূল লক্ষ্য ভালো কাজ করা। মানুষের দুঃসময়ে কীভাবে এগিয়ে আসতে হয়, তাদের পাশে থাকতে, মানুষকে ভালোবাসতে হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, রক্তদান, পাঠশালা স্থাপন, পাঠাগার স্থাপনসহ নানা কাজ করে থাকেন বন্ধুসভার বন্ধুরা।

বন্ধুদের বিভিন্ন আয়োজন ও পাঠচক্রের মাধ্যমে শিখতে পেরেছি কীভাবে সঠিক নেতৃত্বের গুণাবলি সম্পন্ন হওয়ার মাধ্যমে নিরপেক্ষতা বজায় রেখে সবার প্রতি মনোযোগী হতে হয়। সবার মত প্রকাশের প্রতি শ্রদ্ধা রেখে কীভাবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়।

বন্ধু, কক্সবাজার বন্ধুসভা