অনন্য সুন্দরী তুমি

অলংকরণ: মাসুক হেলাল

শোনো হে অনন্য সুন্দরী প্রিয়তমা
চোখের কাজলে লেগে আছে শত
বছরের মায়া, সেই মায়ার বশে
তোমাতেই হারিয়ে যাই বারবার।
একগাছা কৃষ্ণ চুলে তোমাকে
অপরূপ সৌন্দর্যে ভরিয়ে দেয়।
চাঁদের মতো গোলগাল মুখখানি
লাল রঙের চুড়িদের ভিড়ে স্থান
পায়নি বেগুনি, সবুজ, গোলাপি
নীল রঙের কেউ; সাদা আছে বটে।
গলায় ঝুলে আছে জড়োয়াখানা
তোমার যুগল ঠোঁট গোলাপি রং-
এর লিপস্টিকে ছেয়ে আছে।

সেই ঠোঁট তৃষ্ণার্ত পাখির মতো
জলের খোঁজে প্রতিনিয়ত হয়রান
নীল রঙের শাড়ির বুকে অঙ্কিত
নানা রঙের নকশা, বেগুনি পাড়।
নববধূর মতো ঘোমটা টেনে তুমি
অপলক চোখে তাকিয়ে আছ।
দুটো আঁখি আমাকে কাছে টানে
ভালোবাসার স্নিগ্ধ মায়া জড়িয়ে
মুচকি হাসিতে হৃদয় কাড়ে মোর।
আমি স্বপ্নের মতো তোমায় মন ভরে
দেখি; দেখার শেষ না হোক কভু।