স্বাধীন দেশের স্বাধীন মাটি

সবুজ খেতের মাঝ দিয়ে লাঙল ও মই কাঁধে যাচ্ছেন বাংলার কৃষকছবি: সোয়েল রানা

স্বাধীন দেশে স্বাধীন মাটি কৃষক ফলায় ধান
মনের সুখে দিচ্ছে মাঝি ভাটিয়ালির টান
নদীর উপর নৌকা সারি জলের ছলাৎছল
পদ্মা মেঘনা যমুনা তিস্তা বইছে কলকল।

স্বাধীন দেশে কৃষক হাসে, হাসে নানান ফুলে
তারই সাথে খোকন হাসে মুখখানা তুলতুলে
পাহাড় আছে সাগর আছে পাখির কণ্ঠে গান
সবখানেই বিরাজমান শেখ মুজিবুর রহমান।