নিসর্গের নিঃশব্দতা

ছবি: ফ্রিপিক

আজ এই স্তব্ধ শহরের আকাশে
নেই কোনো তারার মেলা।
দূরের আঁধার থেকে ভেসে আসা গান
সৃষ্টি করে শূন্যতার।
বয়ে আসা উষ্ণ বাতাস
জানান দেয় বুকের শুষ্কতার।
হঠাৎ একপশলা বৃষ্টি
অনুভূতি দেয় বেদনার।
এই শহর কি সঙ্গী হতে চায়
আমার একাকিত্বের,
নাকি এ শুধু এক উপহাসমাত্র?