অণুকাব্য

অণুকাব্য

১.
জীবনের মঞ্চে আমরা সবাই যে দুর্দান্ত অভিনয়শিল্পী
নিদারুণ অভিনয়ে ভালো থাকার চেষ্টা করছি কিঞ্চিৎ!
২.
আমি দুঃখ সেলাই করে হাঁটি, সুখ হলো তার কারণ;
তোমায় ভালোবাসতে আমার নেই তো কোনো বারণ!
৩.
প্রিয় দুঃখ,
এক সন্ধ্যায় আমার দরজায় কড়া নেড়ে তুমি এসো
আমি নাহয় নাইতে যাব অশ্রুভেলায় তবে বসো!

৪.
প্রিয় তুমি,
এক বিকেলে দমকা হাওয়ায় ভালোবেসে মন মাতো;
একটুখানি খুব যতনে আগলে শুধুই রাখো।
৫.
ঘরের শত্রু বিভীষণ, এই কথাটি হাড়ে হাড়ে খুব
টের পেয়েছি আমি;
ঘরের ইঁদুর ঘর কাটলে যতই দেবে জোড়াতালি
দেখায় কি আর দামি!
৬.
প্রিয় নীল,
বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না ঠিকই;
কিন্তু তোমায় ভালোবেসে আমি সত্যি দেউলিয়া!

৭.
নিস্তব্ধতা ও একাগ্রতা আমরা ভীষণ সুখী ভাই;
মধ্যবিত্তের এক তকমা গায়ে দুঃখ সিলিয়ে যাই!
৮.
তোমার হোক সারা বেলা আমাকে পাওয়ার সুখ,
আমি লিখব কবিতায় এক হৃদয় হারানোর দুখ!
৯.
সবাই তো সুখী হতে চায়, আমি নাহয় দুঃখ নিয়েই রই!
এ হৃদমাঝারে অজস্র ক্ষত কাকেই বা বলো আর কই?
১০.
আমার মতো আমি এখন ভালো থাকি প্রিয়;
স্মৃতিগুলো মনজমিনে দাফন করে দিয়ো!