পক্ষপাতিত্ব
বীভৎস কূটচালে উলঙ্গ মানবতা;
হিংসার দাবানলে জ্বলে শান্তির বাণী,
বেহিসেবি বেওয়ারিশ লাশ নিখোঁজ
যেন সরল অঙ্কের জটিল সমাধান।
মানুষ মানুষের রক্তের নেশায় মাতাল
কুকুরের লেজ ধরে টানছে শেয়াল,
নির্বাক-ধূসর শূন্যতায় নিঃস্ব হয় নির্বোধ
আমিও তালিকাভুক্ত হই পক্ষপাতিত্বে।