অরণ্যের পাঠশালায়

অলংকরণ: তুলি

অরণ্যের পাঠশালায় আমি চুপকথা শিখি
তোমাকে বুকে জড়িয়ে ধরে যেমন ভালোবাসা লিখি।
চিরকুটে ছোড়া প্রেম, ফুল ঝরে পড়ে
পাতায় পাতায় লেখা পত্র হৃদয়ের অক্ষরে।
অবুঝ মনের ভাষা বাকলে জড়িয়ে
যেমন দিগম্বর আমি, এসেছি, যাব ফিরে।

মাঝখানে কটা দিন শুধু প্রকৃতি সাধনায়
গাছ আর পাখির ভাব দেখে, ফুল আর পতঙ্গের ডানায়।
তোমাকে নিয়ে শীতের কাঁপন যদি নিবিড় উষ্ণতায়, এভাবে
ঢেকে দিতে পারি, তবে একটা জীবন ঠিক টিকে যায়।
তবে অসংখ্য জীবন মুখর হয়ে হাতে হাত ধরে
এগিয়ে দিতে পারে জন-অরণ্যে, নিচে মাটি আকাশ ওপরে।