শহরের রাজপথ পরাধীন হয়ে থাক,
কর্কশ বৈঠকে দল বেঁধে বসে কাক।
হেসে ওঠে হায়েনা, কেঁদে ওঠে ফুল,
স্বাধীনতার বুকে যেন বিঁধে গেছে শূল।
বুটের তলায় পিষে বিদ্যার ভাণ্ড,
পাকসেনার ফুর্তিতে লেলিহান কাণ্ড।
চাষিদের, মুটেদের, কামারের স্লোগানে,
যুদ্ধের ডামাডোল বেজে ওঠে কামানে।
যেই হাতে কলমের ক্ষুরধার লেখনী,
বেয়নেটের খোঁচাতে নত হতে শেখেনি।
বাতাসের দোলায় করে পতপত নৃত্য,
সবুজের বুকে আঁকা এক লাল বৃত্ত।
কোথায় সেই স্বাধীনতা, কোথায় সেই হাত?
যার পরশে হবে নতুন প্রভাত।