অস্ট্রেলিয়ায় মর্যাদাপূর্ণ গ্র্যান্ট জিতল বাংলাদেশি কিশোরী ইরাম নিকোলিতা হক

সনদ হাতে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী ইরাম নিকোলিতা হক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি সরকারের-২০২৩ অড্রি ফেগান এনরিচমেন্ট গ্র্যান্ট জিতেছে বাংলাদেশি বংশোদ্ভূত কিশোরী ইরাম নিকোলিতা হক। অষ্টম শ্রেণিপড়ুয়া এই কিশোরী অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধু নাদিমুল হকের কন্যা।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার সাবেক পুলিশপ্রধান অড্রি ফেগানের নামে নামকরণ করা এই গ্র্যান্ট বা অনুদান। এটি নেতৃত্ব গুণাবলিসম্পন্ন ব্যক্তিদের দাখিল করা প্রস্তাবনা পর্যালোচনা শেষে সবচেয়ে সম্ভাবনাময় বিবেচিত প্রকল্প বা লক্ষ্যের বাস্তবায়নের জন্য দেওয়া হয়।

অনুদানের অর্থপ্রাপ্তির (১ হাজার ডলার) বিষয়ে ইরাম নিকোলিতা হক জানায়, এই অর্থ দিয়ে সে বিরল ও স্বল্প পরিচিত এক প্রতিবন্ধিতা বিষয়ে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ ও গবেষণা এবং পরবর্তী সময় নিজের গবেষক ও শিল্পীসত্তা ব্যবহার করে ওই প্রতিবন্ধিতা বিষয়ে তথ্যবহুল ও সহজে ব্যবহার উপযোগী পোস্টার ও দেয়াল পত্রিকা তৈরি করবে। এই তথ্যবহুল উপস্থাপনা ও দেয়াল পত্রিকাগুলো নিকোলিতা ছড়িয়ে দিতে চায় অস্ট্রেলিয়ার রাজধানীতে বসবাসরত কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বিভিন্ন সংস্কৃতির নারী ও মায়েদের জমায়েতগুলোয়।

নৃবিজ্ঞানী নাদিমুল হক মণ্ডল ও তাঁর পরিবার
ছবি: সংগৃহীত

নিকোলিতা মনে করে, তার উদ্যোগটি একদিকে যেমন নানাভাবে নিজের বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে, অন্যদিকে এ প্রকল্প একটি খুবই স্বল্প পরিচিত ও প্রায় অজানা প্রতিবন্ধিতা বিষয়ে অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চলে সচেতনতা তৈরি করবে। সর্বোপরি একটি ইনক্লুসিভ ও সবার জন্য অংশগ্রহণমূলক ও প্রবেশগম্য সমাজ ও সংস্কৃতি বিকাশে সহায়তা করবে।

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির ডেপুটি চিফ মিনিস্টার ও মিনিস্টার ফর উইমেন ইভেট বেরি তাঁর চিঠিতে ইরাম নিকোলিতা হককে অভিনন্দন জানিয়েছেন। মিনিস্টার ইভেট বেরি নিকোলিতা ও তার পরিবারের সবাইকে আমন্ত্রণ জানান এক সাফল্য উদ্‌যাপন চায়ের দাওয়াতে। ১১ অক্টোবর ক্যানবেরা মিউজিয়াম ও গ্যালারিতে অনুষ্ঠিত সে চায়ের দাওয়াতে নিকোলিতা তার নিজের স্বপ্ন ডেপুটি চিফ মিনিস্টার ও অন্যদের কাছে তুলে ধরে।

অস্ট্রেলিয়া বন্ধুসভার বন্ধু নৃবিজ্ঞানী নাদিমুল হক মণ্ডল ও রেজিনা সুলতানের জ্যেষ্ঠ কন্যা ইরাম নিকোলিতা হক তার কাজ ও প্রকল্পের মাধ্যমে ক্যানবেরায় বসবাসরত বিবিধ সংস্কৃতির মানুষজনের জীবনে ইতিবাচক অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। বন্ধুসভার পক্ষ থেকে নিকোলিতার জন্য শুভকামনা।