তার সনে
একলা বসে ভাবছি আজ চুপ করে,
নীল খামে কেউ দেয় না চিঠি মোর ঘরে।
জনম জনম কাটল যেথায় উল্লাসে,
হয় না ফেরা সেই আঙিনায় খুব হেসে।
ব্যস্ত সবাই নিজের কাজে দিনরাতি,
সেই থেকে আর বন্ধু তো নই, নই সাথি।
একলা আমি নিজের যত আলাপন,
করব না হয় চুপটি করে সমাপন।
খুঁজব না আর কাউকে কভু দিগ্বিদিক,
ফুল পাখিতে সাজিয়ে নিব চারিদিক।
বইবে যথায় ভরা নদীর কলতান,
শুনব বসে মুগ্ধ হয়ে পাখির গান।
হঠাৎ যদি আবার কভু হয় দেখা,
রঙিন খামে হাজার চিঠি তার লেখা।
সন্ধ্যে হলে গুনব তারা আনমনে,
পূর্ণিমাতে জ্যোৎস্না মেখে তার সনে।