সাজেস্টিক

আঁকা : আরাফাত করিম

রিয়েলিস্টিক নয়, সাজেস্টিকই বেশি ক্রিয়েটিভ
শিল্পে এর একটি আলাদা নন্দন আছে।
ভাবনার ডালপালা যেখানে বিস্তার লাভ করতে পারে
সেখানেই ইনফিনিটির সৌন্দর্য।
আকাঙ্ক্ষা মানুষকে বাঁচিয়ে রাখে
স্বপ্নগুলোকে আজীবন তরতাজা, সজীব রাখে।
আর প্রাপ্তিতে শেষ! উবে যায় ভালোবাসা,
অনুযোগ আর অভিযোগে ভরে ওঠে খাতা।
পর্দার আড়ালেই বেশ, যেখানে দেখা যায় না কেশ
অস্পষ্ট চোখের ভাষা, কথা বলে অনেক।
ছোটগল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ
অনন্তকাল রয়ে যায় রেশ।