আশার তৃষা

অলংকরণ: তুলি

একজোড়া চোখের হাসি বলে
সাঁজবাতি হইও না,
হারিয়ে যেয়ো না,
তোমায় নিয়ে সাত সাগর তের নদী পাড়ি দেব
পরের জন্মে তোমাকে ঠিক খুঁজে নেব
আবার যাব পদ্মবিলে,
রাতারগুলের জঙ্গলে,
আশায় আশায় তৃষা বাড়ছে
সুখে-দুঃখের লুকোচুরিতে
থাকব তোমার চোখের আবরণে।