আটটি অণুকবিতা
এক.
অর্জনের চেয়ে উদ্যাপন যেন বড় না হয়ে যায়,
দাবির চেয়ে অবদান যেন সর্বদা এগিয়ে থাকে।
দুই.
পাওয়ার প্রার্থনা করেন না কবি,
কাজ তাঁর ভালোবেসে যাওয়া।
তিন.
আমি দূরের ট্রেনে ভেসে এসেছি
শরীরজুড়ে গৃহস্থ গন্ধ
প্রভু হব না কখনো
মানুষ হয়ে মায়ের কাছে ফিরব।
চার.
গোপন থাকে না গুণ নিগুণ প্রদোষের অন্ধকার,
বিদেশ থেকে তবু শোপিস কিনে আনে মানুষ।
পাঁচ.
দীর্ঘতম রাত মানে আরও
একটু বেশি মন খারাপ।
ছয়.
আমাকে একটা বই ভাবতে পারতে
সহজ বই; মেলার মাঠে কেনা
ইচ্ছে হলেই উল্টেপাল্টে পড়ে ফেলতে।
সাত.
জানালা জানে না রোদ উঠলে
তার কদর কমে যায়।
আট.
জলের ভেতর আকাশের সমস্ত নীল
তবু জল কখনো নীলকে ছুঁতে পারে না।