বন্ধুত্বের দিনলিপি

নির্মল বন্ধুত্বের শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি। মডেল: সৌরভ, আরেফিন, জান্নাত, মৌ ও জয়ন্তছবি: সুমন ইউসুফ

কত বসন্ত জমিয়েছে পাড়ি ভালোবাসার সমুদ্রে
কোলাহলে হারিয়ে যায় চেনাজানা কত মুখ,
তবু হৃদয়ের রাজসভায় বন্ধুত্ব জেগে থাকে আজীবন।
নিশ্বাসের শেষ বিন্দুতেও বন্ধুর অকৃত্রিম উপস্থিতি
যৌবনের চাঞ্চল্যে জন্ম হয় অনুভবের গল্প,
আম্রকানন, ক্যাফেটেরিয়া, নদীর কূল, ফুটবলের অবারিত মাঠ।
সময়ের ব্যবধানে ছিটকে পড়ে বন্ধুমহলের এক একটা তরতাজা সুদক্ষ খেলোয়াড়,
বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কেউ,
কেউবা জমায় বিদেশ পাড়ি কেবলই
কর্মযজ্ঞের টান।
সংসার বন্ধনে আটকে যায় কেউ কর্তব্যের দায়ে,
শত ব্যস্ততায়ও অটুট বন্ধনে আনন্দমুখর কুশখালী আর তলুইগাছার বন্ধুত্বের সফর।
আলাপচারিতায় মেতে ওঠে সময়ের
বিধিনিষেধ অমান্য করে,
ওরা বন্ধু, ওরা একে অন্যের হৃৎকম্পন
মামুন, বাপ্পা আর মুত্তালিব।