দ্বার খুলে দাও
সবগুলো দ্বার আজ রুদ্ধ
একেকটি মুহূর্ত একেকটি প্রশ্নে জর্জরিত।
চারদিকে যেন খাঁ খাঁ রোদ্দুর
থেমে যাচ্ছে নিশ্বাস,
বাঁচব যে সেই তৃষ্ণা মেটানোর জল কই?
জীবন্ত মানুষের পথে পথে কাঁটা,
আত্মাহীন দেহ স্পন্দিত হচ্ছে ঠিকই,
বিষাদের চাপে গহিন গহ্বরে তলিয়ে যাচ্ছে
আমাদেরই প্রাচুর্য।
এক চাপেই সব শেষ?
স্বর্গের দুয়ার খুলে গেল নিমেষেই? বেশ।
সহজ–সরলভাবে বেঁচে থাকার অবলম্বন চাই,
আমাদের আর আবদ্ধ করো না
সমান সমান স্থিতি তৈরি করলে, সহজেই পথ
সুগম হবে,
ভুলগুলো গোল করে উড়িয়ে দাও।
খুলে দাও সবগুলো দ্বার।