খোলা জানালায় উঁকি দেয় মেঘ

অলংকরণ: তুলি

জীবনের বন্দরে,
আমাদের ইচ্ছেগুলো থেমে গেছে খামখেয়ালি হয়ে!
এখন আর গভীর ঘুমে গল্প বলে না কোনো
স্বপ্নচারী এসে।
মোহ-মায়ায় জং ধরেছে খোলা জানালার কাছে।
নীরবে হেসে হেসে নির্ঘুম রাত জেগে;
কেউ কাউকে বলা হয়নি পাশাপাশি হেঁটে,
ভালোবাসা আমৃত্যু রবে এই বুকের চাতালে।
সুখপাখিটা পলায়ন করেছে চুপিসারে হেসে।
এখন আর ইচ্ছে করে না;
তোমার আর আমার স্বল্প প্রেমের সুখে গা
ভাসিয়ে যেতে।
আমাদের প্রগাঢ় সুখের ঘরে বিচ্ছেদের রং লেগেছে।
এখন আর মায়াবনে মুক্তা ছড়ায় না ভালোবাসা এসে।
চুপিচুপি নক্ষত্র হাসে না আর হৃদয়ের টানে।
দমকা হাওয়ায় উড়ে গেছে সব সুখ ওই দূরদেশে।
আমরা ভেসে যাই দূর থেকে আরও দূরত্বের
সীমারেখা টেনে।
গভীর সমুদ্রে অকপটে হেসে, সব প্রশান্তি দুহাতে রেখে।
কখনো দুর্ভাগ্যের চাকা পালাক্রমে ফিরে ফিরে আসে;
এই হৃদয়ারণ্যের আলগোছে স্মৃতির বাঁকে বাঁকে।
খোলা জানালায় উঁকি দেয় মেঘ, খানিকটা গোমড়া মুখে।