বন্ধুদের জানার আগ্রহ ও উচ্ছ্বাস দেখে অভিভূত হয়েছি

উৎসবে নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান বন্ধুসভা জাতীয় পর্ষদের সহসভাপতি সাইদুল হাসানছবি: আশরাফুল আলম

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ থেকে এবারই প্রথম আয়োজন করা হলো ‘লেখক বন্ধু উৎসব’। এ উপলক্ষে ২ জুন কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সভাকক্ষ ছিল পরিপূর্ণ। সারা দেশ থেকে এসেছিলেন নিবন্ধিত বন্ধুরা। একসঙ্গে এত লেখকের মেলবন্ধন আপ্লুত করেছে। বন্ধুদের জানার আগ্রহ ও উচ্ছ্বাস দেখে অভিভূত হয়েছি। দিনব্যাপী কর্মশালার মাধ্যমে দেশের অন্যতম সেরা লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকেরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক বন্ধু বলেন, ‘আমি কুড়িগ্রাম থেকে এসেছি। এত বড় লেখকদের সঙ্গে দেখা হবে, কথা হবে, সরাসরি প্রশ্ন করব—কোনো দিন ভাবিনি। মনের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। প্রাপ্তি অনেক। ধন্যবাদ প্রথম আলো বন্ধুসভাকে।’

প্রথম আলো কার্যালয়ে উৎসব শেষে সারা দেশের নির্বাচিত লেখক বন্ধুদের সঙ্গে আলোচক ও অতিথিরা
ছবি: তানভীর আহেম্মদ

নির্বাচিত ‘সেরা দশ লেখক বন্ধু’ সম্মাননা প্রদান উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। সেরা লেখক বন্ধু বাছাইয়ে একজন বিচারক হিসেবে থাকতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। সেরা দশ নির্বাচন করা কঠিন কাজ ছিল। এত ভালো লেখার মধ্য থেকে সব পড়ে কাকে রেখে কাকে সেরা করব, তা নির্ণয় করতে হিমশিম খেতে হয়েছে। তবে লেখক বন্ধুদের বড় প্রাপ্তি ছিল কবি ও কথাসাহিত্যিক আনিসুল হকের হাত থেকে সনদ ও উপহার গ্রহণ।

লেখক বন্ধুদের বলব, লেখার ধারাবাহিকতা বজায় রাখবেন। নিয়মিত লিখবেন। আর ভালো লেখার জন্য পড়বেন, পড়বেন এবং পড়বেন। পড়ার কোনো বিকল্প নেই। সূক্ষ্ম দৃষ্টি আর বোধের সম্মেলন ঘটাবেন নিজের মধ্যে। দেখবেন, কত দ্রুত পরিবর্তন হচ্ছে। আপনাদের মাধ্যমে একদিন বাংলা সাহিত্য ঋদ্ধ হবে, এই প্রত্যাশা রইল।

সহসভাপতি, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ