কাপুরুষ

অলংকরণ: তুলি

আমি নিষিদ্ধ প্রহরের বিবেকহীন পুরুষ,
ভেতরে জমে আছে নরপশুর মুখোশ।
সতীত্বের চিৎকারে আমি হেঁটে বেড়ানো অন্ধ সাধু;
অসহায় চেহারায় ঢেলে দিই জ্বলন্ত বিধু।
আমি হিমালয়ে ঘনীভূত হাওয়া; বিভীষিকাময় এক পাষাণ;
কলঙ্কের সরাব গায়ে ঢেলে; ইজ্জত নিলাম করে,
মায়াবিনী মায়াটাকে; নিঃসঙ্গ নরকে নিক্ষেপ করে, হেসে যাই,
আমি বলে যাই,
প্রিয়তমা?
কোন পৃথিবীর পাগল বলে, আমি তোমার ঘরের বিভীষণ!
মনুষ্যত্বহীন আমি উন্মুক্ত নর্দমা;
হেঁটে হেঁটে বধ করি; আহা কি হিংস্র আমার কামনা!
তরুণীর মন চিরে বাধ্য করে শরীরে লেপ্টে দিই;
আমার নৃশংস বাসনা।
ভয়াল থাবা মেরে দুস্থ করে বলে উঠি;
এই মেয়ে?
তুমি কেন হাসো না!