ফরহাদ মল্লিকের ‘বার টু দ্য মেডেল অব মেরিট’ অর্জন
স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে, বিশেষ করে সংগঠন, প্রশিক্ষণ ও প্রোগ্রাম কার্যাবলির সার্বিক বাস্তবায়ন ও গুণগত মানোন্নয়নে আত্মনিবেদিত স্কাউটার হিসেবে কমপক্ষে ১০ বছর সন্তোষজনক কাজের স্বীকৃতি হিসেবে ‘বার টু দ্য মেডেল অব মেরিট’ স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে এবার এই স্বীকৃতি পেয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক।
২ জুন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভায় এ স্বীকৃতি ঘোষণা দেওয়া হয়। তার আগে সভার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. সাহাবুদ্দিন।
ফরহাদ হোসেন মল্লিক ছাত্রাবস্থা হতে স্কাউট কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস বিভাগে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।