বৃষ্টিভেজা সকাল

বৃষ্টিভেজা পথে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাফাইল ছবি: প্রথম আলো

শ্রাবণের স্নিগ্ধ বারিধারায়
শান্ত চারিপাশ,
মুগ্ধতা ছড়িয়েছে তপ্ত ধরায়
সজীব লতা ঘাস।
শীতল হয়েছে ধরণির প্রাণ
তীব্র খরার পরে,
সকাল বেলায় প্রশান্তি এসেই
ধরা দিয়েছে ঘরে।
মুখরিত হয়েছে প্রকৃতিটা যেন
শ্রাবণ বরিষণে,
অবারিত সুখের সময় এসেছে
বর্ষার এ ক্ষণে।
শ্রাবণ দিনের এ নব বরষায়
উদাস হয় মন,
দূর্বাদলের বৃষ্টির কণা
মহাখুশি জীবন।