তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায়ের উপন্যাস ‘কবি’ নিয়ে পাঠচক্র

যশোর বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যশোরের আদিম ব্রিজ ধানঘাটার কোল ঘেঁষে অবস্থিত ধানঘাটা খাল, যার মিলন ঘটেছে ভৈরব নদে গিয়ে। এই বহমান খালের পাড়ে ফাগুনের শীতল হাওয়া, পাখির কুঞ্জনে মুখর পরিবেশ, পাশে প্রাচীন ঐতিহ্য বহনকারী ব্রিজ। ১৫ ফেব্রুয়ারি এমনই পরিবেশে পাঠের আসর করেছে যশোর বন্ধুসভা। পাঠের আসরের বিষয় ছিল তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায়ের উপন্যাস ‘কবি’।

সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ‍্যাপক মো. শাহ্জাহান কবীর বলেন, ‘কবি’ বইটি প্রথমে ছোটগল্প ছিল, এরপর ঝুমুর দলে যোগদানটুকু যুক্ত করে পরবর্তী সময়ে এটিকে কালজয়ী উপন‍্যাসে রূপদান করা হয়।

যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ‍্যাপক মো. মোফাজ্জেল হোসেন বলেন, উপন‍্যাসের মূল চরিত্র নিতাইচরণের মধ্যে চারটি বিষয় স্বভাবসুলভ, বিবেক, পারিপার্শ্বিক অবস্থা ও আত্মপরিচয় ফুটে উঠেছে।

বইটি নিয়ে আরও আলোচনা করেন প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, বন্ধু লাকি রানি কাপুড়িয়া, নুরুন্নবী ও সাদিয়া তাবাসসুম।

পাঠচক্র শেষে কবিতা আবৃত্তি করেন বন্ধু জাহিদুল যাদু, হামিদা হিমু; গান পরিবেশন করেন যশোর সরকারি বালিকা উচ্চবিদ‍্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন শিরিন ও বন্ধু মনিরা খাতুন। সভাপতি জাহিদুল যাদুর সমাপনী বক্তব্যের মধ‍্য দিয়ে এ পর্বের অবসান ঘটে। এরপরই পূর্ণিমা সন্ধ‍্যায় মুড়ি, রস আস্বাদনের মধ‍্য দিয়ে ফাগুনকে বরণ করে নেওয়া হয়।

কার্যনির্বাহী সদস্য, যশোর বন্ধুসভা