তোমার কাজলকালো চোখের মায়ায়

অলংকরণ: মাসুক হেলাল

প্রিয় আরবি,

সেদিন ভোরে হাঁটার সময় তোমাকে দেখতে পাই। তোমার হাঁটা, চলাফেরা, তোমার কাজলকালোয় ছলছল চোখ, মায়াবী চেহারা ও মুক্তার দানার মতো সাদা ধবধবে দাঁতের অপূর্ব হাসি দেখেছি। মাঝেমধ্যে তুমি আমার সামনে আসো, হাসো, কথা বলো। হারিয়ে যাই তোমার ভেতর। যেন তুমি সব সময় আমার পাশে আছ।

সত্যি বলতে আমি কখনো ভাবিনি, তোমার মতো সুন্দর মানুষের দেখা পাব এই ধরণিতে। এভাবেই প্রতিদিন আমাদের দেখা হয়। চোখে চোখ রাখা হয়। হঠাৎ একদিন তুমি সরাসরি আমার সামনে এসে বলে গেলে, এই আধুনিকতার যুগে হাই-হ্যালো দিয়ে কেউ কি কেমন আছি জিজ্ঞেস করে? সেদিন কিছুই বলতে পারিনি। অথচ দিব্যি তুমি আমার চোখের সামনে ভাসো। এরপর প্রতিদিন আমাদের দেখা হয়। সরাসরি কথা হয়। তোমার সহজ-সরলতার প্রেমে পড়ে যাই। সেটা তুমি বুঝতে পারো। কিন্তু বলতে পারো না! তুমিও আমাকে প্রাণভরে ভালোবাসো।

কখনো ভাবিনি তোমার মতো অপরূপার সঙ্গে আমার প্রেম হবে। এ কথা কখনো ভাবিনি, তোমাকে আমি ভালোবাসি বলব। তুমি আমার নিত্যজীবনে সুখ-অসুখের সাথি। কখনো ভাবিনি তোমার সঙ্গে সূর্যাস্ত দেখব সমুদ্রের তীরে। একসঙ্গে হাঁটব হাতে হাত ধরে। রাতের জ্যোৎস্না দেখব চোখে চোখে তোমার সঙ্গে। প্রিয় আরবি, তুমি আমার সঙ্গে থেকে যেয়ো এভাবে—সারা জীবন।

ইতি,
তোমার জীবনের পরম সাথি

কুতুবদিয়া, কক্সবাজার