দেখা
চুপ করে থাকো
আর আকাশটা দেখো
দুঃখগুলো শান্ত হয়ে আসুক
নিস্তব্ধ পারাবার
তোমার চোখের ভেতরে যে নদীটা আছে
এপার-ওপার, দুপার দেখা যায়
বুকের ভেতরে চিতার আগুন নিয়ে
আমিও দাঁড়িয়ে আছি
তুমিই পারো চাঁদটাকে নামিয়ে আনার
চাঁদের শিশুরা হামাগুড়ি খায়
চাঁদের বুড়ি চরকা বুনে যায়
চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়
পোড়া কপালে তৃতীয় নয়ন খুলে যায়
ডিঙিটা দাঁড়িয়ে আছে, হাত ধরে নামিয়ে আনার
বুকের ভেতরে দিগন্তবিস্তৃত ক্ষেত
হৃদয় জুড়ে, স্বপ্নের ছবি আঁকা
যা ছিল নরক, স্বর্গ হয়ে যেতে পারে
কিছুটা আগে, হয়তো কিছুটা পরে
এই অকালে, তোমার সঙ্গে আমার
হলো যে দেখা