আড়ালে

অলংকরণ: মাসুক হেলাল

কারও কথা পড়ছে কি তোমার
ভীষণভাবে মনে?
তবে কেন সে আড়ালে...
তার ছায়া রয় হৃদয়ের কোণে।
তুমি যদি জানো সেই আড়াল,
তবে কেন আজও চুপচাপ দাঁড়িয়ে?
তোমার হৃদয়েই সে লুকানো,
তবু তার নাম কেউ জানতে পারে না...
কিছু কথা বলা যায় না কখনো,
তবু তারা রয়ে যায় চিরকালের মতো।
তোমার নীরবতা যদি তারই ভাষা হয়,
তবে আমি আজও শুনি...মনের গোপন সুরে।
তুমি যদি জানো সেই আড়াল,
তবে কেন আজও চোখে রাখো বৃষ্টি?
জানালার ধারে পড়ে থাকা অপেক্ষায়,
একটি নাম প্রতিদিন ধুলায় মিশে যায়।
তুমি যদি জানো সেই আড়াল,
তবে কেন আজও ফিরো না পেছনে?
হয়তো একদিন এ গল্পও হারাবে,
তবু তার ছায়া রয় হৃদয়ের কোণে।