একদিন বৈশাখ

বৈশাখফাইল ছবি

বৈশাখ এলে আমাদের মনের ভেতর
জেগে ওঠে নতুন প্লাবন
আমরা ভেসে যাই স্রোতে
ধুয়ে ফেলি সমস্ত জরা অতীতের
বদলাই ব্যথার বাকল; যেমনই বদলায় বৃক্ষ
তার জীর্ণ পাতা জাগিয়ে কিশলয়।
আমরা নেমে পড়ি লালপাড় সাদা শাড়ি
কিংবা পাঞ্জাবি–পায়জামাসমেত,
পথে পথে দিয়ে দিই আমের বিয়ে
আর পান্তা ইলিশে মেতে
এতটুকু খুঁজে নিই বাঙালিয়ানা।
তারপর
দিন যায়...
আমরা ভুলে যাই বৈশাখী গান
দিন যায়, রাত হয় ইংরেজি সনে
বৈশাখের কথা এতটুকু আর রাখি না মনে।